উফ্শী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদন কর্মসূচির আওতায় সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বেলা ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও বীজ-সার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন,অতিরিক্ত কৃষি অফিসার রবিউল ইসলাম.কৃষি সম্প্রসারণ অফিসার মোছা সাবিহা আক্তার, মোঃ মোরসালিন হাসান, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কৃষকরা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট