সোনাতলায় রাজনৈতিক মামলাসহ পৃথক দুই মামলায় অভিযুুক্ত খাজা নাজিম উদ্দিন ও শহিদুল ইসলাম নামে এই দুই আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গত শুক্রবার দিনগত গভীর রাতে এদেরকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। থানার সেকেন্ড অফিসার গৌতম কুমার জানান,উপজেলার লোহাগাড়া গ্রামের মৃত কছিম উদ্দিন প্রামানিকের ছেলে খাজা নাজিম উদ্দিনের (৬২) বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও মারপিট ঘটনার দায়ে ২৬/৮/২০২৪ তারিখে থানায় মামলা রয়েছে। উপজেলার গড়চৈতন্যপুর গ্রামের মোজাম হোসেনের ছেলে শহিদুল ইসলামের (৪০) বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। তিনি একজন্য সাজাপ্রাপ্ত পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ এই আসামীকে বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে সেকেন্ড অফিসার গৌতম কুমার নিশ্চিত হয়ে জানান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট