1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন

সোনাতলা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাগরিক কমিটির শুভেচ্ছা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪

সোনাতলা উপজেলা পরিষদের নর্ব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগণ দায়িত্বভার গ্রহণ করেছেন। ৩০ জুন সকাল ১১ টায় উপজেলা পরিষদের বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান মিলনায়তনে উপজেলা পরিষদের প্রথম সভার মাধ্যমে তারা তাদের দায়িত্বভার গ্রহণ করেন।

নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ করা উপলক্ষে সোনাতলা নাগরিক কমিটির পক্ষ থেকে ‍ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সন্ধ্যা ৭ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটনের কার্যালয়ে নাগরিক কমিটির আহ্বায়ক সাবেক জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর নেতৃত্বে নাগরিক কমিটির সদস্যবৃন্দ এই ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন মানু, সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান, ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াসিয়া বেগম রুনা, সোনাতলা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলয় কুলসুম বেগম, নাগরিক কমিটির নির্বাহী সদস্য, রবিউল ইসলাম রিবন সরকার, শাহনেওয়াজ তালুকদার বাবু, জাহাঙ্গীর আলম, শফিউল্লাহ শফি, প্রভাষক গোলাম রব্বানী, রিমন বাবু লিনাদ, মেহেদী হাসান, হাসিব প্রমুখ।

এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নাগরিক কমিটির সদস্য সচিব সোনাতলাবাসীর পক্ষে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি, সোনাতলা কেন্দ্রীয় শহীদ মিনারের অসমাপ্তকাজ সম্পন্ন করা, সোনাতলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা, শিক্ষা ব্যবস্থার কার্যকর উন্নতিকরনের বিষয়ে বেশকিছু দাবি তুলে ধরেন।

দাবির স্বপক্ষে নাগরিক কমিটির আহ্বায়ক অরূপ কুমার গোস্বামী বক্তব্য রাখেন এবং সোনাতলা উপজেলা পরিষদের সকল ভালো কাজের সাথে নাগরিক কমিটি থাকবে বলে আশ্বস্ত করেন।

উপজেলা পরিষদের দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন নাগরিক কমিটির সকল দাবির সাথে একাত্মতা ঘোষনা করে জানান যত দ্রুত সম্ভব এসব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এছাড়াও আগামী ২ জুন শনিবার সকাল ১০ টায় সোনাতলাবাসীর নাগরিক অধিকার রক্ষায় বগুড়া ১ সোনাতলা-সারিয়াকান্দি আসনের জাতীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে নাগরিক কমিটির মতবিনিময় সভার আয়োজনের কথা জানান।

উল্লেখ্য যে, সোনাতলা নাগরিক কমিটি ২০০৮ খ্রি. থেকে সোনাতলাবাসীর নাগরিক অধিকার রক্ষায় বিভন্ন কার্যক্রম পরিচলনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews