অদেখা বিশ্ব – ষষ্ঠ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে জেনে পাঠকের সাথে সাথে আমরা আনন্দিত ও গর্বিত। পত্রিকা সমাজের দর্পণ এবং মুক্তিকামী মানুষের মুখপাত্র এবং গণতন্রের চতুর্থ স্তম্ভ। আমি যতদূর জানি “অদেখা বিশ্ব’ সাধারণ মানুষের আকাঙ্খার প্রতি সন্মান জানিয়ে একটি প্রগতিশীল সমাজ বির্ণিমাণে জন্ম থেকে আজাবধি আন্দোলন করে যাচ্ছে। তাঁদের এই স্বপ্ন সফল হোক সার্থক হোক এই প্রত্যাশা কামনা করি।