1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

জাককানইবি’তে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. মিজানুর রহমান

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ আরো অনেকেই পদত্যাগ করেন। এমতবস্থায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের সকল কাজ অব্যাহত রাখার জন্য বিশ্ববিদ্যালয় আইন ১১ (১০) ধারা মোতাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমানকে। তিনি প্রাক্তন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবিরের স্থলাভিষিক্ত হন। কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরকে শারীরিক শিক্ষা দপ্তরে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews