1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

বাংলায় কেন মৌলবাদ দাঁড়ায়নি?

মজিব রহমান
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
ইসলামিক মৌলবাদ আরবে ছড়িয়েছে বহুদিন ধরেই৷ আফগান থেকে মরক্কো পর্যন্ত এমনকি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও যেভাবে শিকড় গেড়েছে সেভাবে বাংলায় দাঁড়াতে পারেনি৷ এর প্রধান কারণ আরবের সাথে আমাদের সংস্কৃতির বিস্তর পার্থক্য৷
আমাদের মানুষ সরল, প্রকৃতি নির্ভর ও কোমল৷ আরবের মানুষ কুটিল, ধুরন্ধর ও রাগী৷ আমাদের মানুষরা গাঞ্জা বা তাড়ির নেশা করে তবে সংখ্যা কমই বিপরীতে আরবের লোকেরা আফিম, কুকেন, আইস ও মদে আসক্ত৷ আমরা ভাত-মাছ নির্ভর আর ওরা রুটি মাংশ নির্ভর৷ বাউল, ভাটিয়ালি, জারি-সারি, লোকগীতি আমাদের প্রাণের গান৷ সেই গানের ধারাবাহিকতাতেই এসেছে রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি৷ ওরা দফ বাজিয়ে তলোয়ার নিয়ে নাচ গান করে৷ আমাদের নৃত্য প্রেম, বিরহ ও কৃষি নির্ভর৷ আমাদের সাহিত্যও প্রেম, ভালবাসা, ত্যাগ, দয়া ও মানবিক সম্পর্ক নির্ভর৷ ওদের সাহিত্য যুদ্ধ ও ষড়যন্ত্র নির্ভর৷
আমাদের সংস্কৃতি বৈচিত্র্যময় ওরা এক ধর্মান্ধ সংস্কৃতিতে আচ্ছন্ন৷ আমরা নিজেদেরই এখন নিজেরা শাসন করছি৷ ইরাকি বংশোদ্ভূত শেখ হাসিনাও বিতাড়িত হয়েছেন৷ আদি এরাবিয়ান বদুরা নির্যাতিত এখনো৷ সৌদ রাজবংশের কাছে তারাও তৃতীয় শ্রেণীর নাগরিক৷ ওরা আমাদের ভাবে মিসকিন ও চতুর্থশ্রেণীর মুসলিম৷ ওরা কামুক ও ধর্ষক৷ আমাদের দেশ থেকে যাওয়া নারীদের উপর নির্মমভাবেই নিপীড়ন করে, ধর্ষণ ও হত্যাও করে৷ এর কোন বিচারও হয় না৷ আমাদের মানুষ মানবিক ধাঁচের৷ ওরা বহু বিবাহে অভ্যস্ত আর এদেশের মানুষ এক বিবাহেই সন্তুষ্ট৷ ওরা কেবল যৌনক্ষুধা নিবৃত করতে বুড়ো বয়সেও বহু বিবাহ করে৷ আরবের না পেলে পাকিস্তানি বা মিশরের দরিদ্র কম বয়সী মেয়েদের বিয়ে করে৷ অথচ বহু যুবকই বিয়ে করার সুযোগ পায় না৷ এই যে পলিগামীতা এটা বাঙালি সমাজে প্রায় নেই৷
পোশাকের পর্থক্যও প্রচুর৷ পুরুষদের জোব্বা-টুপি- পাজামার বিপরীতে আমরা লুঙ্গি-গেঞ্জি/পাঞ্জাবি/শার্ট পরি৷ ওরা তাপ আর বালু থেকে বাঁচতেই এমন পোশাক পরে৷ পারিবারিক সম্পর্কে আমরা অনেক আগানো৷ আরবের পিতা-মাতা জানে পুত্র সুযোগ পেলে কন্যাকে ধর্ষণ করে ফেলবে৷ ফলে দুজনকে বাড়িতে রেখে তারা বাইরে যাবে না৷ হয় কন্যা না হয় পুত্রকে সাথে নিয়ে যাবে কন্যার যৌন নিরাপত্তার কথা ভেবেই৷ আরবের অলস লোকেদের মাথা ভর্তিই থাকে যৌনতার চিন্তা৷ ওরা চাচাতো বোনকে দেখারই সুযোগ পায় না৷ অনেক ক্ষেত্রেই সৎ বোনকেও সৎ ভাই দেখে না৷ ওরা বিচ্ছিন্ন হয়ে যায়৷ প্রচুর ভূমি থাকায় অন্যত্র বাড়ি করে৷ চার স্ত্রীকেও রাখে চার বাড়িতে৷ বাড়ির সামনে অন্য পুরুষকে দেখে সন্দেহের চোখে৷ ওরা সন্দেরবাতিকগ্রস্থ৷ ওরা মরুভূমিতে তাবু গেড়ে মনোরঞ্জনে ভাড়া করে নারী নিয়ে যায় খেমাতে৷ গাওয়া (কফি জাতীয়) ও খেঁজুর ওদের কাছে প্রিয়৷ আমাদের প্রিয় পানীয় শরবত৷
মূল পার্থক্যটা দর্শনে৷ আমাদের দর্শন মরমী ও সহজিয়া দর্শন৷ সহজিয়া দর্শনে আমরা খুঁজি জগৎ ও জীবনের ঐক্য৷ আমাদের বাউলরা মূলত অদ্বৈতবাদী৷ আত্মার মিলন ঘটাতে চায় পরমাত্মার সাথে৷ বিপরীতে আরবী দর্শনে রয়েছে এক কঠোর ও নিষ্ঠুর ঈশ্বর৷ ওরা মানুষ ও মানবতার গুরুত্ব দিতে চায় না৷ সুন্নতে ওদের আগ্রহ কম, আগ্রহ ফরজে৷ ওরা সুন্নত নামাজও পড়ে খুবই কম, নবীকে নিয়েও অতো মাথাব্যথা নেই৷ সবেবরাত ও সবেমেরাজ নিয়েও তাই আধারনা বা উৎসব কম৷
এতো প্রভেদ থাকার কারণেই বাংলাদেশে মৌলবাদ শিকড় গেয়ে দাঁড়ায়নি, দাঁড়াতে পারছে না, দাঁড়াতে পারবে না৷ বাঙালি অনেক ক্ষেত্রেই সাহসও দেখিয়েছে৷ যখন এটা দেখাতে পেরেছে তখন বারবারই তারা ফিরতে পেরেছে নিজস্ব শিকড়ে, নিজের সংস্কৃতিতে৷ আরবীয় সংস্কৃতি আমাদের কোমল হৃদয়ের জন্য বোঝাস্বরূপ৷ ওদের প্রতিটি আগ্রাসনকে প্রতিহত করার চেষ্টাই করতে হবে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews