1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

সোনাতলায় ৯ বছর পর বিএনপি অফিস ভাংচুরের মামলা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ার সোনাতলায় বিএনপির দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরনে প্রকাশ ২০১৫ইং সালে ১০ ফেব্রুয়ারী তারিখে সোনাতলা বড়বাজারস্থ বিএনপির সোনাতলা উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা ও ভাংচুর করে অগ্নি সংযোগ করে। ফলে বিএনপি অফিসের চেয়ার, টেবিল, আসবাবপত্রসহ সমস্ত অফিস একেবারে ভষ্মিভূত হয়ে যায়। মামলায় সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটনকে প্রধান আসামী করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, পৌর কাউন্সিলর আবু বকর সিদ্দিকী রবিউল খানসহ ১৩০ জনের নাম উল্লেখ সহ ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। সোনাতলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা জহুরুল ইসলাম শেফা বাদী হয়ে গতকাল রাতে এই মামলাটি করেন।
উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনাতলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে এ নিয়ে মোট ৫ টি মামলা দায়ের হলো।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews