1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

সোনাতলায় কৃষকরা আলু চাষের কাজে ব্যস্ত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
চলতি মৌসুমে কৃষকরা এখন আলু লাগানোর কাজে ব্যস্ত সোনাতলার কৃষকরা। ছবি- মোশাররফ

বগুড়ার সোনাতলায় সব এলাকার কৃষকরা জমিতে আলু চাষের কাজে ব্যস্ত রয়েছেন। পরিবারের সদস্যরা কৃষকদের এ কাজে সহযোগিতা করছে । এবারে সোনাতলা পৌর এলাকা ও সাত ইউনিয়নে মোট ২,৭২০ জন কৃষক ১ হাজার ২শ’ ২০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করা হয়েছে। জাতের মধ্যে রয়েছে সানসাইন, এস্টারিক্স,কার্ডিনাল, রোমানা পাকড়ি, লাল পাকড়ি, ক্যারেজ,এ্যালোইট এবং স্থানীয় জাত। এ পর্যন্ত আলু লাগানো হয়েছে ৩৪০ হেক্টর জমিতে। অল্প কয়েক দিনের মধ্যে অবশিষ্ট জমিতে আলু লাগানোর কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন। তিনি আরো জানান,এবারে বীজ আলুর দাম অনেকটা বেশি। এমন পরিস্থিতি না হলে আরো বেশি করে আলু চাষের প্রতি ঝুঁকে পড়তেন কৃষকরা। কৃষকদেরকে বীজ আলুর জন্য বগুড়া জেলা বিএডিসি অফিসে পাঠালে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বীজ আলু দিতে পারছেন না। কাবিলপুর গ্রামের কৃষক আব্দুল করিম ও গড়ফতেপুর গ্রামের মহসিন আলী জানান এবার সব জাতের আলু বীজের দাম বেশি। ইচ্ছে ছিল বেশি করে আলুর আবাদ করতে। কিন্তু দাম বেশির কারণে তা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে বগুড়া বিএডিসি কর্মকর্তা জাকির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,এবার বীজ আলুর চাহিদা বেশি। কিন্তু সরবরাহ কম থাকায় বীজ আলুর সংকট দেখা দিয়েছে। ফলে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews