1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

ভারতীয় মিডিয়াতে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

ভারতীয় আধিপত্যবাদী মিডিয়াতে বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় সচেতন নাগরিক সমাজ বগুড়ার উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ। বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব দৈনিক দুরন্ত সংবাদ এর সম্পাদক সবুর শাহ লোটাসের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মহসিন আলী রাজু, সাংবাদিক নেতা মীর্জা সেলিম রেজা, এফ শাহজাহান, আবুল কালাম আজাদ, খন্দকার আব্দুর রশিদ প্রবাল, মাজেদুর রহমান, মামুন-উর-রশিদ, ইনছান আলী শেখ প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য নানা ধরনের অপপ্রচার ও দেশী বিদেশী ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের শান্তি সমৃদ্ধি ধরে রাখতে সাংবাদিক সমাজকে আরো গভীর দৃষ্টি নিয়ে জনগণকে সচেতন করতে হবে। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রপচারের নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ফেরদৌসুর রহমান, সাইফুল ইসলাম, সাংবাদিক আল মমিন, ইউনুস আলী, জাফর আহম্মেদ মিলন, রাফু ইসলাম, হারুন উর রশিদ,  আল আমিন, সানাউল হক শুভ, মীর্জা আহসান হাবিব দুলাল, গোলজার হোসেন মিঠু, আজিজুল হাকিম রোমন, আলী হায়দার মিঠু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews