1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

দুই শাখায় সম্মানসূচক “উডব্যাজ” অর্জন করলেন স্কাউটার শফিকুল ইসলাম শেখ তুষার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
স্কাউট আন্দোলনে বিশেষ অবদানের জন্য রোভার শাখার পর স্কাউট শাখায়ও “উডব্যাজ” অর্জন করলেন মো: শফিকুল ইসলাম শেখ তুষার।

স্কাউট আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ রোভার শাখার পর এবার স্কাউট শাখায় সম্মানসূচক ‘উডব্যাজ’ অর্জন করলেন মো: শফিকুল ইসলাম শেখ তুষার। সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতর থেকে প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে এক চিঠিতে রাজশাহী অঞ্চলের চারজন স্কাউটার স্কাউট শাখায় “উডব্যাজ” অর্জন করার তথ্য নিশ্চিত করা হয়েছে। উডব্যাজ অর্জন করায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মো: শামসুল হক। তাঁর এ অর্জনে আরো অভিনন্দন জানিয়েছেন রায়গঞ্জের হাতেম হাসিল ভাতহাড়িয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন তালুকদার, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ রোভার গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট নজির উদ্দিন, সাইদুর রহমান, বিধান রায়, সোমা ইসলাম, আনোয়ার হোসেন, সুজন রহমান, সিজুল ইসলাম প্রমুখ।

শফিকুল ইসলাম শেখ তুষার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক সভাপতি ও খ ইউনিটের সাবেক সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করেন ২০১২ সালে। কলেজের পদার্থবিজ্ঞানের এই কৃতি শিক্ষার্থী ছাত্রাবস্থায় বাংলাদেশ স্কাউটস এর আরেকটি সম্মানসূচক অ্যাওয়ার্ড “ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড” এ ভূষিত হন। ছাত্রজীবন শেষে তিনি পেশাগতভাবে শিক্ষকতায় নিজেকে আত্ননিয়োগ করেন। প্রথমে তিনি গাজীপুর ইকবাল সিদ্দিকী কলেজে পদার্থবিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগদান করেন। সেখানে রোভার স্কাউট লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করে রোভার স্কাউট শাখাকে অনেক বেশি সক্রিয় করে তোলেন। সেখানে থাকা অবস্থায় ২০২০ সালে রোভার স্কাউটিংয়ে বিশেষ অবদানের জন্য “উডব্যাজ” অর্জন করেন তিনি। এরপর মাটির টানে পারিবারিক কারণে তিনি ফেরেন নিজ জেলা সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাতেম হাসিল ভাতছাড়িয়া উচ্চ বিদ্যালয় ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো: শফিকুল ইসলাম শেখ তুষার। কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তুষার এবার এই বিদ্যালয়ের স্কাউট গ্রুপের ইউনিট লিডার হিসেবে দায়িত্ব নেন। এই স্কুলের স্কাউট শাখার ইউনিট লিডারের দায়িত্ব গ্রহণের পর সেটিও অনেক সক্রিয় হয়ে উঠে। নানা ধরনের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টির স্কাউট গ্রুপ সর্বশেষ ১০ম সিরাজগঞ্জ স্কাউট সমাবেশে মনসুর আলী সাবক্যাম্পে ১ম স্থান অর্জন করে। আর এবার এই স্কাউট শাখায় বিশেষ অবদানের জন্য তিনি সম্মান সূচক “উডব্যাজ” অর্জন করলেন। খুব স্কাউটারই আছেন যাঁরা রোভার এবং স্কাউট শাখায় উডব্যাজ অর্জন করেছেন।

সম্প্রতি তুষার ৬ সদস্য বিশিষ্ট রায়গঞ্জ উপজেলা স্কাউটস এডহক কমিটিতে ইয়াং এডাল্ট লিডার হিসেবেও মনোনীত হয়েছেন। এছাড়াও তিনি রায়গঞ্জ উপজেলায় ২০২৩ সালে “শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক” এবং ২০২৪ সালে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” এর কৃতিত্বপূর্ণ সম্মান অর্জন করেন। এই মেধাবী এবং গুণী মানুষটি রায়গঞ্জের ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি, বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ থেকে ২০০৬ সালে এইচএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে ২০১২-১৩ সালে পদার্থবিজ্ঞানে সম্মান, ঢাকা কলেজ থেকে ২০১৪ সালে স্নাতকোত্তর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে বিএড ও এমএড সম্পন্ন করেন। তিনি ১৯৮৮ সালের ১৫ আগষ্ট রায়গঞ্জের ঘুড়কার দম্পতি মো: আসাদুদ্দৌলা শেখ ও রোমেনা বেগম এর ঘরে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে যেমন কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছেন এই স্বেচ্ছাসেবী তেমনি ব্যক্তি জীবনেও বাবা হিসেবে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করছেন। ব্যক্তিজীবনে তিনি ২০১৮ সালে পাবনার ভাঙ্গুরার মেয়ে তাসফিয়া খাতুন মিতুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হোন এবং তাঁদের ঘর আলো করে দুই পুত্র সন্তান শেখ নাহিয়ান নৈতিক (৪) ও শেখ আয়মান তাফসীর (২) জন্ম নেয়।

উল্লেখ্য স্কাউট শব্দের অর্থ গুপ্তচর। ১৯০৭ সালে ইংল্যান্ডে লর্ড বেডেন পাওয়েল ব্রাউন সি দ্বীপে প্রথম স্কাউট ক্যাম্প স্থাপন করেন। ১৯০৮ সালে স্কাউটদের জন্য রচনা করেন ‘স্কাউটিং ফর বয়েজ’ বইটি এবং ওই বছরই আনুষ্ঠানিকভাবে বয় স্কাউটের প্রতিষ্ঠা করেন। স্কাউটিং আন্দোলনটি সারা পৃথিবীতে একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দক্ষ ও মানবিক গুণসম্পন্ন মানুষ তৈরিতে এক শতাব্দীর বেশি সময় থেকে কাজ করে যাচ্ছে।

উডব্যাজ হল একটি স্কাউটিং নেতৃত্বের প্রোগ্রাম এবং সারা বিশ্বে স্কাউট অ্যাসোসিয়েশনের কর্মসূচিতে প্রাপ্তবয়স্ক নেতাদের জন্য সম্পর্কিত পুরস্কার। উডব্যাজ কোর্সের লক্ষ্য হল উন্নত নেতৃত্বের দক্ষতা শেখানোর মাধ্যমে এবং স্কাউট আন্দোলনের সাথে একটি বন্ধন এবং প্রতিশ্রুতি তৈরি করার মাধ্যমে স্কাউটারদের আরও ভাল নেতা হিসেবে গড়ে তোলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews