রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ সাত ম্যাচেই গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন তারকা। সর্বশেষ গোল করেছিলেন ২০১৮ সালের মে মাসে। ২০১৯ সালের মার্চের পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর জয়ের স্বাদও পাননি লিওনেল মেসি। এই জয় ও গোলের খরা কাটাতে চান পিএসজির জার্সি গায়ে।
আজ রাতে ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসি।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে লস ব্লাংকোসদের বিপক্ষে ৪৫টি ম্যাচ খেলেছেন মেসি, যা সর্বোচ্চ। মেসির খেলা এই ৪৫ম্যাচের মধ্যে বার্সেলোনার জয় ১৮, ড্র ১১ এবং হার ১৫টি। লা লিগার শীর্ষে থাকা দলটির বিপক্ষে মেসির গোল ২৬টি। ইউরোপ সেরার লড়াইয়ে এবারের আসরে পিএসজির হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন মেসি।
তাই মেসির প্রতি পূর্ণ বিশ্বাস রাখছেন পিএসজি কোচ মাউরিসিয়ো পচেত্তিনো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেছেন, ‘তার প্রতিভা ও অভিজ্ঞতার পাশাপাশি এটা মেসির জন্য বড় রাত। মেসি ভালো অবস্থায় আছে এবং অনেক কিছু করার ইচ্ছা পোষণ করেছে। ‘ উল্লেখ্য, মঙ্গলবার রাত ২টায় প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট