৫১ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকাল ১১ টায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন আজিজুল হক কলেজ সংসদের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি আমিনুল ফরিদ।
ছাত্র ইউনিয়ন আজিজুল হক কলেজ সংসদের সভাপতি আরমানুর রশিদ আকাশ এর সভাপতিত্বে এবং ছাত্রনেতা জয় ভৌমিক এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী, ছাত্র ইউনিয়ন এর সাবেক নেতা মোঃ ফজলুর রহমান, ছাত্র ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি হাসান আলী শেখ, ছাত্র ইউনিয়ন বগুড়ার সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সসমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ” বর্তমানে বিভিন্ন মহল ফায়দা লাভের জন্য বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে বিকৃত করছে। ছাত্র সমাজ ও জনগণের মাঝে প্রকৃত ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আমরা এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। এখানে প্রদর্শিত আলোকচিত্রে অন্তর্ভুক্ত বিভিন্ন তথ্যের মাধ্যমে ছাত্ররা এদেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলোতে ছাত্র সমাজ, কৃষক, শ্রমিকসহ আপামর জনগণের যে গৌরোবজ্জ্বল ভূমিকা ছিল তা সম্পর্কে জানতে পারবে।”
এছাড়া বক্তারা আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান থেকে শিক্ষার্থী অনুপাতে শ্রেণিকক্ষ ও শিক্ষক সংখ্যা বৃদ্ধি, স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণ, শিক্ষার্থীদের পরিবহণ সংকট নিরসনে শিক্ষার্থী পরিবহনকারী বাসের সংখ্যা বৃদ্ধি, আবাসন সংকট নিরসনে বন্ধ হল চালু ও নতুন হল নির্মাণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার অধিকার নিশ্চিত, পপরীক্ষাগারে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামের সংখ্যা বৃদ্ধি, মেজর ও নন-মেজর বিষয়ের ক্লাসগুলোর মাঝে সামঞ্জস্য রাখা, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ, ক্যান্টিন আধুনিকায়ন ও ক্যান্টিনের খাবারের মান উন্নতকরণ এবং শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকল্পে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান।