রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আত্মঘাতী গোল দিয়েছে। তিনি বলেছেন, এটা (নিষেধাজ্ঞা) ‘পশ্চিমের অর্থনীতিকে অবনতির দিকে ধাবিত করছে’।
রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে ভ্লাদিমির পুতিন আরো বলেন, মুদ্রাস্ফীতি স্থিতিশীল রয়েছে এবং দেশে (রাশিয়ায়) নিত্যপ্রয়োজনীয় জিনিসের চাহিদা স্বাভাবিক হয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
এর আগে রুশ প্রেসিডেন্ট অনলাইন বৈঠকে সে দেশের শীর্ষ কর্মকর্তাদের বলেছিলেন, অর্থনীতি ও তারল্যকে সমর্থন করার মতো বাজেট দেওয়া উচিত। ঋণ প্রদানের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নিয়েও পরামর্শ দিয়েছেন তিনি।
সূত্র : রয়টার্স।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট