বগুড়া জেলার সোনাতলায় বৃক্ষরোপন অভিযান শুরু করেছে তারুণ্যে ভরা সামাজিক ও পরিবেশবাদী সংগঠন প্রভাতের আলো তরুণ সংঘ।
আজ ৬ মে শুক্রবার সকাল দশটায় সোনাতলা পৌরসভার খানপাড়া গ্রামে এই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন জাতীয় সামাজিক সংগঠন ভোরের আলো কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ঠ অভিনেতা কবি সোহেল আহমেদ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, সমাজকর্মী আসিফ ইকবাল, রাফসান আলী খান, জুয়েল আকন্দ প্রমুখ।
বৃক্ষরোপন উদ্বোধন শেষে সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে সোহেল আহমেদ খান বলেন, সংগঠনের কার্যক্রমে গতিশীল করতে একাই একশ না হয়ে একশ জনে এক হতে হবে। কর্মীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। পরিবেশ বাঁচাতে পর্যাপ্ত গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেকের বাড়ির চারপাশে ফলজ বনজ ও ঔষধী গাছ লাগাতে জনসাধারণকে উদ্বুধ করতে তিনি প্রভাতের আলো সংগঠনের সদস্যদের আহ্বান করেন।
তিনি বলেন, বৃক্ষরোপনের পাশাপাশি সামাজিক ব্যধি মাদক, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধেও কিশোর তরুণদের কাজ করতে হবে। এসব সামাজিক ব্যধির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। সংগঠনের সদস্যদের পড়ালেখার প্রতি বিশেষ মনোযোগি হতে তিনি অনুরোধ করেন। পাশাপাশি পাড়া মহল্লায় সাধারণ পাঠাগার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনেক তরুণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। অনেকেই দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। আজকের তরুণদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। অন্যায় ও দূর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে।
বর্ষা মৌসুম জুড়ে এই বৃক্ষরোপনের উদ্বোধনী দিনে খানপাড়া সোনাতলা মোকামতলা সড়কের দুই পাশে প্রায় ২০০ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা লাগানো হয়।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাকবির হাসান জিহাদ অনলাইনে সংযুক্ত ছিলেন। অন্যান্যের মধ্যে প্রভাতের আলো তরুণ সংঘের সভাপতি ওমর ফারুক খান বাইতুল, সিনিয়র সভাপতি রনি খান, মেহেদী হাসান, সাধারণ সম্পাদক লাবিব খান, সহ সাংগঠনিক সম্পাদক রাকিব খান, সদস্য আব্দুল্লাহ আল নোমান, আল আমিন, মুশফিক হোসেন মুহি খান, নাজিরুল ইসলাম, রায়হান আলী, আনিছুর রহমান, শান্ত ইসলাম, মাসুদ খান, জারজিল ইসলাম খান, তাওহীদ খান, শিফাউল ইসলাম খান সাকিব, কাওসার কাজী শয়ন ইসলাম প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট