আঁকা বাকা ঐ হারিয়ে যাওয়া পথ
সঙ্গে নিয়ে যুগান্তের পথচলা
অজানা বুনোফুল মনকেমন
ধোঁয়াশা জীবনের অনুষ্টুপ
এক থেকে অনন্ত একে
জোনাকির অন্তর্লীন অনুসরন
সাঁঝবাতির চুপকথার কম্পন
গোপনপাড় ঐ শেওলাশরীর মন
পৃথিবীর জরায়ুস্পন্দনে নিঃশব্দ অন্তক্ষরন
চরাচরহীন ডিঙির মাস্তুলে
স্বপ্ন নামুক অ্যলবাট্রস সফেদডানায়
পাড়ভাঙা অসীম নির্জনে
সীমাহীন মগ্নবিলাসিতায়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট