1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

উপজেলায় সরকারি বিদ্যমান সেবা অবহিতকরণ বিষয়ে প্রসপারিটি প্রকল্পের ওরিয়েন্টেশন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
ছবি-মো. রাশেদুল ইসলাম রাশেদ

প্রসপারিটি প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত  স্বেচ্ছাব্রতী সংগঠন সেলফ-হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম-শার্প এর উদ্যোগে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুলও পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়, মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি অধিদপ্তরে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। আজ ১৮  জুলাই ২০২৩ সকাল ১১ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসর রহমান, মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা আবু ইয়াহিয়া।  আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শার্প সংস্থার সহকারি প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আকতারুজ্জামান রেজা। প্রোগ্রামটি সঞ্চালনা করেন প্রসপারিটি প্রকল্পের টেকনিক্যাল অফিসার-(সিএম) মো. রাশেদুল ইসলাম রাশেদ।

উপজেলা পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সরকারি সেবা ও সুযোগ এবং এসকল ক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অংশগ্রহণকারীদের জানানো হয়। এছাড়াও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তর যেমন কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, সমাজসেবা,  সাথে লিংকেজ তৈরির মাধ্যমে বিভিন্ন কারিগরি সেবা, ভাতাসহ বিভিন্ন সেবা ও সুযোগে অতিদরিদ্র সদস্যদেরকে সম্পৃক্ত করার ব্যাপারে আলোচনা করা হয়। কিভাবে একজন কমিউনিটির হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সরকারি সেবাসমূহ গ্রহণ করতে পারবেন সেই বিষয়েও আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews