1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

গার্মেন্টস শ্রমিকদের হত্যা ও দমন পীড়ন বন্ধের দাবিতে সিপিবির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের গুলি করে হত্যা ও তাদের ওপর দমন-পীড়ন বন্ধ এবং দ্রুত গার্মেন্টস খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নেতারা বলেছেন, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, আয়বৈষম্য শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। শ্রমিকরা বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদেই আন্দোলনে নেমেছে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তাঁরা।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন সিপিবির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য ড. রুহুল আমীন, পার্টির কেন্দ্রীয় সংগঠক সাদেকুর রহমান শামীম প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, গাজীপুর, মিরপুরসহ বিভিন্ন অঞ্চলে গার্মেন্ট শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য যে লড়াই-আন্দোলন করছে, সেই যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য সরকার ও মালিকপক্ষ পুলিশ ও গুণ্ডাবাহিনী লেলিয়ে দেয়, হামলা করে। মামলা দিয়ে, গুলি করে শ্রমিক হত্যা করে শ্রমিকের যৌক্তিক আন্দোলন দমনের চেষ্টা কখনোই সফল হবে না।

তারা বলেন, শ্রমিকের মুখে আহারের বন্দোবস্ত না করে মালিকপক্ষের তাঁবেদার সরকার শ্রমিকের বুকে বুলেটবিদ্ধ করে হত্যা করছে, শ্রমিকের ঘরের ব্যবস্থা না করে তাদের নামে মামলা দিয়ে তাদের ঠিকানাহীন করছে। অবিলম্বে শ্রমিক নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে উল্লেখ করে তারা বলেন, হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শুধু গার্মেন্টস নয়, সব ক্ষেত্রেই বর্তমান বাজারদর অনুযায়ী সব ক্ষেত্রে শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করে তা কার্যকর করতে হবে। গার্মেন্ট ক্ষেত্রে তাদের যৌক্তিক মজুরির দাবি মেনে নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews