কারখানা খুলে দেওয়া হবে শ্রমিকরা যদি চায়। এ জন্য সরকারকে শ্রমিক-কর্মচারী ও সম্পদের নিরাপত্তা দিতে হবে। একই সঙ্গে কাজ না হলে বা ভাঙচুর হলে কারখানা বন্ধ রাখার অধিকার রাখেন মালিকরা। গতকাল রবিবার দুপুরে রাজধানীর উত্তরায় তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ফারুক হাসান এ কথা বলেন।
চলমান শ্রমিক আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে এই সংবাদ সম্মেলন করেন বিজিএমইএ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি এস এম মান্নান কচি, সহসভাপতি শহীদুল্লাহ আজিম প্রমুখ।
ফারুক হাসান বলেন, ‘আমরা লক্ষ করছি, মজুরি বৃদ্ধির পরও আন্দোলনের নামে বিভিন্ন কারখানায় ভাঙচুর করা হচ্ছে। মজুরি ঘোষণার পর থেকে বেশ কিছু কারখানায় অজ্ঞাতপরিচয় কিছু লোক ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
এই শিল্পকে ঘিরে যারা চক্রান্ত করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে এবং কারখানা চালানোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমরা যখন বৈশ্বিক ও আর্থিক—এই দ্বিমুখী চাপের মধ্যে টিকে থাকার সংগ্রামে, তখন এই শিল্পকে নিয়ে শুরু হয়েছে নানা অপতত্পরতা। বিশেষ করে আমাদের শান্ত শ্রমিকদের উসকানি দিয়ে অশান্ত করা হচ্ছে। কোনো কারণে এই শিল্প খাত অস্তিত্ব হারালে লাখ লাখ শ্রমিক ভাই-বোন কর্মহীন হয়ে পড়বে, যা কাম্য নয়।
শত প্রতিকূলতার মধ্যেও সরকারের ঘোষিত মজুরি মালিকরা মেনে নিয়েছেন উল্লেখ করে ফারুক হাসান বলেন, মুদ্রাস্ফীতিসহ নানামুখী সংকট পোশাক খাতে, এর পরও ৭ নভেম্বর সরকারের ঘোষিত ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা মালিকরা মেনে নিয়েছেন। ১ ডিসেম্বর থেকে এই মজুরি কার্যকর করা হবে।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘যত দিন না ভাঙচুর বন্ধ হচ্ছে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারছে, তত দিন পর্যন্ত কারখানা বন্ধ রাখা যাবে। বহিরাগতদের হাত থেকে নিজস্ব শিল্প ও সম্পদ রক্ষার সাংবিধানিক অধিকার আছে প্রত্যেক উদ্যোক্তার। তাঁরা শিল্প ও সম্পদ রক্ষার ১৩(১) ধারায় কারখানা বন্ধ রাখতে পারবেন।
২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত পোশাক খাতের ন্যূনতম মজুরি ৩১৬ শতাংশ বেড়েছে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, ২০১৩ সালে সর্বনিম্ন মজুরি ছিল তিন হাজার টাকা। আর ২০২৩ সালে এই মজুরি এসে দাঁড়িয়েছে ১২ হাজার ৫০০ টাকায়। এ ছাড়া ২০১৩ সালের পর থেকে প্রতিবছর ৫ শতাংশ হারে ন্যূনতম মজুরি বেড়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট