1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

টেকনাফে ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
কক্সবাজার টেকনাফের নাজিরপাড়া সীমান্তে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযানে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকালে এসব ইয়াবা জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলুগোলা স্লুইচ গেইট এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।

ওই তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

তিনি আরো জানান, সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে টহলদল ৪ জন ব্যক্তিকে কয়েকটি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে আলুগোলা স্লুইচ গেইটের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আগে থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই দ্রুত দৌড়ে পালানোর সময় তাদের মাথায় থাকা প্লাস্টিকের বস্তাগুলো মাটিতে পড়ে যায় এবং চোরাকারবারিরা নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়।

টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে অভিযান পরিচালনা করে চোরাকারবারিদের ফেলে যাওয়া ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে উল্লেখ করে তিনি জানান, উদ্ধারকৃত বস্তার ভেতর হতে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। টহলদল কর্তৃক পরে উক্ত এলাকায় সকাল ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারিদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews